পটভূমি:
দেশের বয়োজ্যেষ্ঠ, দুস্থ ও স্বল্প উপার্জনক্ষম অথবা উপার্জনে অক্ষম বয়স্ক জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা বিধানে ও পরিবার ও সমাজে তাদের মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে ১৯৯৭-৯৮ অর্থ বছরে ‘বয়স্কভাতা’ কর্মসূচি প্রবর্তন করা হয়। প্রাথমিকভাবে দেশের সকল ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়ার্ডে ৫ জন পুরুষ ও ৫ জন মহিলাসহ ১০ জন দরিদ্র বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে প্রতিমাসে ১০০ টাকা হারে ভাতা প্রদানের আওতায় আনা হয়।
বর্তমান সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গিকার হিসেবে বয়স্কভাতাভোগীর সংখ্যা দ্বিগুণ করার লক্ষ্যে বর্তমান সরকার ক্ষমতা গ্রহণোত্তর বয়স্ক ভাতাভোগীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি মাসিক ভাতার পরিমাণ বৃদ্ধি করেছে। সরকারের সর্বোচ্চ পর্যায়ের নিবিড় তদারকি এবং সমাজসেবা অধিদফতরের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের নিরলস পরিশ্রমে বিগত ৪ বছরে বয়স্কভাতা বিতরণে প্রায় শতভাগ সাফল্য অর্জিত হয়েছে।
বাস্তবায়নকারী দফতর:
সমাজসেবা অধিদফতর
কার্যক্রম শুরুর বছর:
১৯৯৭-৯৮ অর্থবছর
লক্ষ্য ও উদ্দেশ্য:
(১) বয়স্ক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা বিধান;
(২) পরিবার ও সমাজে তাঁদের মর্যাদা বৃদ্ধি;
(৩) আর্থিক অনুদানের মাধ্যমে তাঁদের মনোবল জোরদারকরণ;
(৪) চিকিৎসা ও পুষ্টি সরবরাহ বৃদ্ধিতে সহায়তা করা।
প্রার্থী নির্বাচনের মানদন্ড:
(ক) নাগরিকত্ব: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
(খ) বয়স: সর্বোচ্চ বয়স্ক ব্যক্তিকে অগ্রাধিকার প্রদান করতে হবে।
(গ) স্বাস্থ্যগত অবস্থা: যিনি শারীরিকভাবে অক্ষম অর্থাৎ সম্পূর্ণরূপে কর্মক্ষমতাহীন তাঁকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
(ঘ) আর্থ-সামাজিক অবস্থা:
(১) আর্থিক অবস্থার ক্ষেত্রে: নিঃস্ব, উদ্বাস্ত্ত ও ভূমিহীনকে ক্রমানুসারে অগ্রাধিকার দিতে হবে।
(২) সামাজিক অবস্থার ক্ষেত্রে: বিধবা, তালাকপ্রাপ্তা, বিপত্নীক, নিঃসন্তান, পরিবার থেকে বিচ্ছিন্ন ব্যক্তিদেরকে ক্রমানুসারে অগ্রাধিকার দিতে হবে।
(ঙ) ভূমির মালিকানা: ভূমিহীন ব্যক্তিকে অগ্রাধিকার দিতে হবে। এক্ষেত্রে বসতবাড়ী ব্যতীত কোনো ব্যক্তির জমির পরিমাণ ০.৫ একর বা তার কম হলে তিনি ভূমিহীন বলে গণ্য হবেন।
ভাতা প্রাপ্তির যোগ্যতা ও শর্তাবলী:
(১) সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে;
(২) জন্ম নিবন্ধন/জাতীয় পরিচিতি নম্বর থাকতে হবে;
(৩) বয়স পুরুষের ক্ষেত্রে সর্বনিম্ন ৬৫ বছর এবং মহিলাদের ক্ষেত্রে সর্বনিম্ন ৬২ বছর হতে হবে।
সরকার কর্তৃক সময় সময় নির্ধারিত বয়স বিবেচনায় নিতে হবে;
(৪) প্রার্থীর বার্ষিক গড় আয় অনূর্ধ ১০,০০০ (দশ হাজার) টাকা হতে হবে;
(৫) বাছাই কমিটি কর্তৃক নির্বাচিত হতে হবে।
ভাতা প্রাপ্তির অযোগ্যতা:
(১) সরকারি কর্মচারী পেনশনভোগী হলে;
(২) দুঃস্থ মহিলা হিসেবে ভিজিডি কার্ডধারী হলে;
(৩) অন্য কোনোভাবে নিয়মিত সরকারী অনুদান/ভাতা প্রাপ্ত হলে;
(৪) কোনো বেসরকারি সংস্থা/সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান হতে নিয়মিতভাবে আর্থিক অনুদান/ভাতা প্রাপ্ত হলে।
বয়স্কভাতা বৃদ্ধির পরিসংখ্যান:
উপজেলা সমাজসেবা কার্যালয়, জগন্নাথপুর, সুনামগঞ্জ-এ বরাদ্দকৃত বয়স্কভাতার কালানুক্রমিক বৃদ্ধি:
সময়কাল | উপকারভোগীর সংখ্যা | মাসিক ভাতা | বরাদ্দের পরিমাণ |
২০১৯-২০অর্থবছর | ৭৯৮৭ জন | ৫০০ টাকা | ০৪ কোটি ৭৯ লক্ষ ২২ হাজার টাকা |
২০২০-২১অর্থবছর | ৭৯৮৭ জন | ৫০০ টাকা | ০৪ কোটি ৭৯ লক্ষ ২২ হাজার টাকা |
২০২১-২২ অর্থবছর | ৭৯৮৭ জন | ৫০০ টাকা | ০৪ কোটি ৭৯ লক্ষ ২২ হাজার টাকা |
২০২২-২৩ অর্থবছর | ৭৯৮৭ জন | ৫০০ টাকা | ০৪ কোটি ৭৯ লক্ষ ২২ হাজার টাকা |
২০২৩-২৪ অর্থবছর
|
৮০৮৯ জন
|
৬০০ টাকা
|
০৫ কোটি ৮২ লক্ষ ৪০ হাজার আটশত টাকা
|
২০২৪-২৫ অর্থবছর
|
৮৭৩৯ জন | ৬০০ টাকা
|
০৬ কোটি ২৯ লক্ষ ২০ হাজার আটশত টাকা |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস